বাংলায় এটাই আমার একমাত্র হাইকুর সংকলন। হাইকু লিখতে যে ধরনের মনোনিবেশ আর পরিস্থিতির ভেতর যেতে হয় সেটা সত্যিই কঠিন। এত কম শব্দের ছকে প্রকৃতির রূপ ও রসনা ভাষায় আনা আয়াস সাধ্য নয়। বাশো হাইকুতে ‘ড্যাস’ ব্যবহার করেছেন কিছুদিন আগে এক নামকরা সমালোচকের ব্যাখ্যা শুনলাম। যেন তা শব্দহীন এক রহস্যের বিরতি। কিছু হাইকু উত্তরাধিকার, সিল্করুট ও পরস্পরে ছাপা হয়েছিল গত বছর। জেন দর্শন ও তাওয়ের প্রকৃতি নিয়ে খানিকটা মশগুল থাকার কারণে এটা সম্ভব হয়েছে। ছোট্ট কথায় গভীর চিন্তার ভাষা কেমন হয়, তা পরখ করা ছিল প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটি হলো, প্রকৃতির সঙ্গে মানুষের গভীর সংবেদনা ধরার দারুণ পদ্ধতি এটা। –সাখাওয়াত টিপু