মন কেন ডােকরা থাকে সেটা মনােবিজ্ঞানের কোনাে অধ্যায় বা গবেষণায় স্পষ্টভাবে নেই। রফিক স্যার একদিন বলেছিলেন, মনের ভাবনাকে তাড়িয়ে বেড়ায় আমাদের চারপাশের বা অতীতের বিস্তার। সেই বিস্তারে থাকে পাঁচটি উপাদান… তথ্য, ঘটনা, অনুভূতি, উপলব্ধি আর দৃশ্য। এটা আমার তত্ত্ব না, বৃটিশ মনােবিজ্ঞানী ডঃ ডেনিস হােউইটের তত্ত্ব সেদিন ক্লাসে কেউ সরাসরি প্রশ্ন না করলেও সবাই অবাক হয়েই তাকিয়ে ছিলাে, স্যারের দিকে। হয় তাে সেই বিস্ময় দেখেই স্যার বলেছিলেন, তােমরা হয় তাে ভাবছাে, স্মৃতি কেন এই বিস্তারে নেই । মজার ব্যাপার হচ্ছে স্মৃতি একটি ওভাররেটেড ধারণা। আমরা মনে করি আমাদের মনে এর প্রভাব খুব জোরালাে। মােটেও না। শুধু স্মৃতি একটি শুন্য সেট, সেই সেটে কিছুই থাকে না। কাব্যকথায় এই শব্দ খুব প্রচলিত, কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যায় শুধু মেমরি বলে কিছু নেই। বিজ্ঞান জানতে চায় মেমরি অফ হােয়াট, অর্থাৎ কিসের স্মৃতি। আমাদের স্মৃতিতে বা চলমান জীবনে থাকে বিস্তারের এই পাঁচ উপাদান… তাই আমাদের মনের ভাবনাকে তাড়িয়ে বেড়ায় চলমান জীবন বা স্মৃতিতে থাকা তথ্য, – ঘটনা, অনুভূতি, উপলব্ধি বা দৃশ্য।