“রুবি হাইস্ট” বইটি সম্পর্কে কিছু কথা:
রুবি হাইস্ট লেখকের প্রথম লিখিত একটি রহস্য উপন্যাস। ইট, পাথর ও হাতুড়ির সংঘর্ষের ঠুকঠাক শব্দে কম্পিত পুরাে বিল্ডিং। কাজ চলছে পুরােদমে। ব্যস্ত একাডেমির ঠকঠাক। শব্দের মাঝে হঠাৎ এক গলাফাটানাে চিৎকারে নিস্তব্ধ হয়ে যায় পুরাে বিল্ডিং। থেমে গেল ঠকঠাক শব্দ পরক্ষণেই। সকলের চেঁচামেচি শুরু হয়ে গেল। তন্ময় জিসা ঘাবড়ে গিয়ে তাড়াহুড়াে করে কেবিন থেকে বের হলেন।
মিস্ত্রিরা আতঙ্কিত হয়ে সকলে দাঁড়িয়ে আছে একদিকে।। শিক্ষার্থীরাও নিচে নেমে এসেছে মিস্ত্রির চিৎকারের শব্দে। অডিটোরিয়ামের দেয়ালটি অর্ধেক ভাঙার কাজ শেষ। | দেয়ালের আশেপাশে ভিড় জমিয়েছে সকলে।। তন্ময় জিসা ঠেলেঠুলে ভিড় সরিয়ে আধভাঙ্গা দেয়ালটির কাছে যেতেই দেখলেন, দেয়ালটি অর্ধেক ভাঙার পর মাঝ বরাবর আসতেই দেয়ালের ভেতর থেকে একটি কঙ্কাল বেরিয়ে আসে। কঙ্কালের মাথা থেকে কোমর পর্যন্ত বাহির থেকে দেখা যাচ্ছে এবং বাকি অর্ধেক দেয়ালের ভেতর। আটকে আছে। সকলে আতঙ্কিত হয়ে দেখে আছে এই দৃশ্য। সবারই ধারণার বাহিরে যে এই কঙ্কাল কার এবং কীভাবে এই কঙ্কাল দেয়ালের ভিতর আসলাে।