বইয়ের ফ্ল্যাপের লেখা
“আচ্ছা কবির, তুই মিথ্যা কথা বলতে পারিস?” “না ভাই। আর যাই হােক আমার দ্বারা মিথ্যা বলাটা হয় না। ওটা আমি পারি না।” সােজা গলায় উত্তর দেয় কবির। “অথচ রাজনীতির মাঠে মিথ্যার আশ্রয় ছাড়া যােগ্য নেতা হয়ে ওঠা যায় না। অনেক সময় কঠিন সত্যকেও মিথ্যার আবরণে ঢেকে দিতে হয়। মানুষের খুব কাছে যেতে হলে একজন রাজনীতিবিদকে প্রতিশ্রুতি শব্দের সাথে গভীর সম্পর্ক গড়ে তুলতে হয়। সেটা পূরণ হােক বা না হােক। অথচ দ্যাখ, এই জিনিসগুলােই তাের মাঝে নেই।” শান্ত স্বরে বলেন মেয়র।