পথনাটক একটি স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র শিল্প মাধ্যম। এর প্রয়োজনীয়তা ও উপযোগিতা প্রচণ্ড তীব্র। পথনাটকের রয়েছে দীর্ঘ ইতিহাস ও শিল্প ঐতিহ্য। রয়েছে জনগণের সাথে পথ নাটকের যোগাযোগের সুদৃঢ় ভিত্তি। সব কিছু বিবেচনা করে আমাদের মতো তৃতীয় বিশে^র দেশে যেখানে কৃষি সভ্যতার বিশাল ইতিহাস রয়েছে সেখানে পথ নাটকের শিল্প সম্ভাবনা ও তার চর্চা আরও অনেক বেশি আশাব্যঞ্জক হবার কথা। আমাদের দেশের সকল প্রান্তে নানা অনুষ্ঠানে পথনাটক অভিনীত হয়, পথনাটক নিয়ে উৎসবও আয়োজিত হয়। স্বল্পব্যয়ে নাটক গণমানুষের কাছে নিয়ে যাবার ক্ষেত্রে পথনাটকের বিকল্প নেই। রাষ্ট্র ও সমাজের সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে রচিত পথনাটক সহজেই দর্শকমনকে আলোড়িত করতে পারে। সাম্প্রতিক সময়ের ঘটনাবলি, রাজনৈতিক প্রহসন, ইতিহাসের দায় থেকে লেখা নানা স্বাদের ২৬টি পথনাটক নিয়ে এই বই। এতে করে পথনাটক অভিনয়ে আগ্রহীদের চাহিদা অনেকটাই পূরণ করবে।