‘ঝরা ফুল’ নামটি শুনেই আন্দাজ করা যায় এটি এক বেদনা মথিত কবিতার কাব্য সংকলন। প্রকৃতপক্ষে, প্রত্যেক মানুষের জীবন এক একটি মহা সমুদ্রের মতো, এক একটি মহাকাব্য।
বিরহের আড়ালে এক অনন্ত সুখের পিরামিড ‘ঝরা ফুল’। বইয়ের অধিকাংশ কবিতাই প্রেমিক মনের আকুতি, না পাওয়ার কষ্ট, ভাঙন, হাহাকার কাব্যিক ব্যঞ্জনায় মূর্ত হয়ে উঠেছে। বেদনার সানাই বেজেছে কবিতার বুকে-পিঠে। ভালোবাসার সুখ যেমন জীবনকে দেয় এক অপার আনন্দ ভালোবাসার অসুখও জীবনকে দেয় যন্ত্রণাদগ্ধ জীবনযাত্রায় এক পূর্ণতার নির্যাস। মিলনের শাশ্বত সুখ আর বিরহের কাতর সৌন্দর্য নিয়ে রচিত ঝরাফুল এক বহতা নদী।
সহজ-সরল শব্দের মায়াজাল আর যাদুকরী বাক্যবিন্যাস বইটিকে করেছে অনন্য। ছন্দ, রূপক, দৃশ্যকল্প রচনায় কবির মুন্সিয়ানা লক্ষ্যনীয়। জীবন মানে যে আনন্দ ও বেদনার সম্মিলন ক্ষেত্র ঝরাফুল তার উজ্জ্বল স্বাক্ষর। বিচ্ছেদ যে কতটা মধুর হতে পারে, পাঠকের চিত্তবোধকে উদ্দীপ্ত করতে পারে ঝরাফুল তার উৎকৃষ্ট উদাহরণ।