‘আমি ‘ঋ’ লিখতে পারি না’ গ্রন্থে শিশুর সঙ্গে বড়োদের আচরণ সম্পর্কিত কতকগুলো ঘটনা গল্পের ঢং-এ বর্ণিত হয়েছে। এসব ঘটনা আমাদের প্রাত্যহিক জীবনে অহরহ ঘটছে। আমাদের সমাজ শিশুদেরকে এখনো সঠিকভাবে মূল্যায়ন করতে শেখেনি। আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এমনকি রাষ্ট্রীয় জীবনে শিশু তার যোগ্য মর্যাদা পায় না। শিশুর উন্নয়নের জন্য আমরা যতনা হৈচৈ করি, তার প্রতি দায়িত্ব পালনে আমরা ততটা আন্তরিক নই। প্রতিটি শিশুর একটি পারিবারিক পরিচয় থাকলেও সে যে রাষ্ট্রের সম্পদ এ ধারণা আমাদের সমাজে একেবারেই অনুপস্থিত। জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণি নির্বিশেষে আমাদের সমাজে বড়োরা শিশুদের সঙ্গে সচরাচর যে আচরণ করে থাকে তার কয়েকটি নিদর্শন লেখক শাহ্জাহান কিবরিয়া বাস্তব অভিজ্ঞতার আলোকে অত্যন্ত সাবলীলভাবে বর্ণনা করেছেন। এই গ্রন্থ পাঠে শিশুদের জন্য বড়োদের ভাবতে শেখাবে এবং শিশুরাও নিজের সম্পর্কে সচেতন হতে শিখবে।