ভালোবাসো ভালোবাসো ফুল-পাখিদের ভালোবাসো মাকে, ভালোবাসো পৃথিবীও নিজের প্রিয় গাঁ-কে। ভালোবাসো ধনী-গরিব অনাথ অসহায়কে, ভালোবাসা ছাড়া বলো ভালোবাসা পায় কে। ভালোবাসো এই সমাজে এতিম যারা আছে, ভালোবাসো তাদের যারা অনাদরে বাঁচে। ভালোবাসা লোক দেখানো হয় না যেন কভু- ভালোবাসার নিয়তই হোক খুশি করা প্রভু। ভালোবাসো বীর-মুজাহিদ, শহিদ আরও গাজী, ভালোবাসো কাঠগড়া আর সত্য-ন্যায়ের কাজী। ভালোবাসো মিটিং-মিছিল, সাম্য-নীতির কথা, ভালোবাসো রক্তে কেনা দেশের স্বাধীনতা। ভালোবাসো লম্বা-বেঁটে, কালো হোক বা সাদা, শুদ্ধ ভালোবাসার পথে আসতে পারে বাধা। আসুক যত বাধা তবু মন কোরো না কালো, মিষ্টি হেসে কথা বলো মন হয়ে যাক ভালো। ভালোবাসা সব রেখো না প্রিয়তমার কাছে, ভালোবাসা দাও বিলিয়ে জীব জড়ো আর গাছে। ভালোবাসো জ্ঞানী-গুণী কিংবা বোকা সবকে, সবচে’ বেশি ভালোবাসো রাসূল ও তার রবকে। —