মাহসান। ভালো নাম মাহসান চৌধুরী অর্ক। বাবা-মা ও দু’বোন নিয়ে বাস। হাসিখুশিতে ভরপুর থাকা পাঁচজনের পরিবিারে হঠাৎ আগমন ঘটে তৃষ্ণার। বিবাহ নামের এক সামাজিক বন্ধনে মাহসানের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলে। ধীরেধীরে সৃষ্টি হয় দুজনের মাঝে ভালোবাসার এক দৃঢ় বন্ধন। পাশাপাশি সমান গতিতেই এগুতে থাকে মাহসানের দুই চোখের মনি ঐতিহ্য এবং অর্থির ছন্দময় প্রণয়ের গল্প। তবে জীবন! সে তো সুখ, দু:খ, ভুল, শুদ্ধতা সবটা মিলিয়েই। দুয়ে দুয়ে চার হয়ে অবলীলায় মিলে যাওয়া জীবনের সেই যোগ বিয়োগের দুপুর, সন্ধ্যা, সকালগুলোরও একসময় ছন্দপতন ঘটে। জীবনের মোড় ঘুরে যায়। তবে আঁধার ক্ষণস্থায়ী। একসময় তা ঠিকই কেটে যায় শুধু রয়ে যায় ব্যকুলতা। হাজারো আকুলতা নিয়ে একসময় আবারও সকল ছন্দ হারানো তাল ফিরে পেতে চায়। তবে অভিমানের নিক্ষেপ কালো আঁধারের ধাক্কায় তা বারংবার ব্যর্থ হয়। তবুও হাল ছাড়ে না ছন্দদয়। নিজেদের সর্বস্ব দিয়ে ঘাপটি মেরে পরে থাকে হারানো তাল ফিরে পাবার আশায়। শেষ পর্যন্ত তাদের সেই চাওয়া কী পূর্ণ হয়? নাকি সবটাই হেরে যায় অভিমান এবং ক্ষুব্ধতার কাছে?