১৯ বছয় বয়সী নিশাত। ভালােবেসে স্বপ্ন দেখেছিলাে আবীর নামক কোনাে এক সুদর্শনকে ঘিরে। বহুদিনের একটু একটু করে বুনতে থাকা স্বপ্নজালের সুতােগুলাে একদিন আবীর পুড়িয়ে দিলাে নিমিষেই। স্বপ্নের সাথে পুড়লাে নিশাতের মনও। শত মানুষের ভীড়েও একাকিত্ব জেঁকে ধরেছিলাে ওকে। আশাগুলাে হতাশায় পরিণত হয়ে নিজেকে নিজের মাঝ থেকে হারাতে বসেছিলাে সে। ঠিক তখনই নিশাতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় নাহিদ। আবারও বাঁচতে শিখায় নিশাতকে। মন খুলে হাসতে শিখায়। নিজেকে নিজের মাঝে ফিরে পায় নিশাত। ভালােবাসতে শুরু করে নাহিদকে। স্বপ্ন বুনতে শুরু করে তাকে ঘিরে। নিশাতের ভালােবাসাকে অস্বীকার করে নাহিদ। জীবনসঙ্গীনির স্থানে তাকে মেনে নিতে পারেনি সে। দূরে ঠেলে দেয় নিশাতকে। যার হাত ধরে নিজেকে সামলে নিয়েছিলাে, নিজের অস্তিত্ব আবারও ফিরে পেয়েছিলাে সেই মানুষের দূরে চলে যাওয়া কি মেনে নিতে পারবে নিশাত? নাকি চিরতরে হারিয়ে যাবে নিজের মাঝ থেকে?