কবিতা হলো এক ধরনের সৃষ্টিশীল কাজ। প্রাত্যহিক জীবনের বহুমাত্রিক কথাগুলোতে নতুন ধারার প্রাণসৃষ্টি করতে পারলেই একটা সাদামাটা কথা কবিতা হয়ে উঠতে পারে। বিপ্লব, বিদ্রোহ থেকে শুরু করে প্ৰেম ভালোবাসার কথাগুলো ভিন্ন রকম আবেদন নিয়ে যখন আমাদের সামনে এসে দাঁড়ায় তখনই তা কবিতা হয়ে ওঠার সম্ভাবনা তৈরি করে । কবি আরাফাত আহমেদ তাঁর অসহ্য কার্তুজের মাধ্যমে আমাদের বহুমাত্রিক কতটা প্রাণ দিতে কথাগুলোতে কতটা পেরেছেন, কতটা আবেদনের ভিন্নতা তৈরি করতে পেরেছেন তা সময়ই বলে দেবে। এ মুহূর্তে আমরা শুধু পারি নতুনকে স্বাগত জানাতে ।