শয়তান দুই ধরণের। মানব শয়তান ও জ্বিন শয়তান। মানব শয়তান খবিশ টাইপের জ্বিনদের চেয়ে বেশি ভয়ংকর। এরা নিজেদেরকে ঈশ্বরের মত শক্তিশালী মনে করে। যে সমাজে প্রতিবাদি যুবকেরা বেঁচে থাকে, সে সমাজে এদের মত ঈশ্বরের অস্তিত ¡ হুমকির মুখে। তাই আড়ালে কলকাঠি নেড়ে যায় তারা। ফলে—মানুষ আর মানবতা তিলে তিলে ক্ষয়ে যায়, ঈশ্বর আড়ালে চিরকাল রয়ে যায়।