আল কুরআনের অধিক ফযীলত বিশিষ্ট ৩৩ টি আয়াত রয়েছে যা সকাল বিকাল তেলাওয়াত করলে চোর,ডাকাত,সাপ,বিচ্ছু, কুমীর, বাঘ,ভাল্লুক,যাদু – টোনা, জীন ভূত ও সকল প্রকার রোগ ও বালামুসিবত থেকে আল্লাহ তায়ালা হেফাজত করেন। ছোট এই বইটিতে আরো আছে চারকুল এবং সাইয়িদুল ইসতেগফার। কুরআনের আয়াতের বাংলা উচ্চারণ ও অর্থ দেওয়া আছে। আপাতত যারা কুরআন পড়তে না পারার কারণে উচ্চারণ পড়ছেন আপনারা কুরআনের তেলাওয়াত শিখে নিবেন কারন কুরআনের বাংলা উচ্চারণ সহীহ শুদ্ধ হয়না এমনকি অর্থ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আমরা শুধু ফযীলত থেকে মানুষ বঞ্চিত হবে এ জন্য একান্তই ওজর হিসেবে উচ্চারণ দিয়েছি।