সুরা ইয়াছিন হলো পবিত্র কুরআনের রুহ। এই সুরা তেলাওয়াতে অনেক ফযীলত ও উপকার রয়েছে। তেলাওয়াত কারীর অভাব আল্লাহ তায়ালা মোচন করেন। রাতের তেলাওয়াতে সকল বালা মসিবত থেকে হেফাজত করেন। মৃত্যুর সময় তেলাওয়াতে মৃত্যু কষ্ট লাঘব হয়। একবার তেলাওয়াতে দশ খতম কুরআন তেলাওয়াতের সাওয়াব নসিব হয়। মানুষ যাতে ফযীলত থেকে বঞ্চিত না হয় এ জন্য আপাতত বাংলা উচ্চারণ দিয়েছি। কুরআনের উচ্চারণ অন্য কোন ভাষায় হয় না। এমনকি অনেক ক্ষেত্রে অর্থ পরিবর্তন হতে পারে। তাই আপাতত যাদের প্রয়োজন ওজর হিসেবে বাংলা উচ্চারণ দেখে তেলাওয়াত করলেও অচিরেই কুরআন তেলাওয়াত শিখে নিবেন। বর্তমানে বয়স্কদের জন্য মসজিদে শেখার ব্যবস্থা রয়েছে।