কুরআনের ১১৪ সুরা হতে অধিক ফযীলতের তিন সূরা, সূরা ঈয়াছিন, আররহমান, ওয়াকিয়া একত্রিত করে পকেট সাইজের বই তৈরি করে দেওয়া হলো যাতে করে সবাই ফযীলতের অধিকারী হতে পারেন। সাথে আয়াতুল কুরসী ও দেওয়া হয়েছে। বলা বাহুল্য যে, কুরআনের উচ্চারণ কোন বিকল্প ভাষাতেই সম্ভব না। আমরা মানুষ ফযীলত থেকে বঞ্চিত হবে বিধায় অধিক ফযীলতের সূরা গুলোর ওজর হিসাবে বাংলা উচ্চারণ দিয়েছি। আল্লাহ আমাদের ক্ষমা করুন। আপনারা আপাতত যারা কুরআনের তেলাওয়াত জানেন না, তারা বাংলা উচ্চারণ দেখে তেলাওয়াত করলেও কুরআন শেখার চেষ্টা করেন। কুরআনের তেলাওয়াত খুবই সহজ কাজ খুবই অল্প সময়ের মধ্যেই তেলাওয়াত করা সম্ভব। মসজিদে বয়স্কদের কুরআন শেখার ব্যবস্থা রয়েছে।