বজ্রকঠোর ও কুসুমকোমল ব্যক্তিত্বে হাস্যমধুর ও পরিহাসপ্রিয়তার যুক্ততায় এক অনন্য সাধারন ব্যক্তিত্বের জন্ম হয়েছিল তার মধ্যে। যখন অনুকরনীয় শূন্য সমাজ সৃষ্টি হয় তখন নতুন প্রজন্মের চোখকে আলোকিত করে তোলে এই গল্পগুলো । বিদ্যাসাগরের নিজের কর্ম ও ব্যক্তিরস দ্বারা প্রমানিত হয়েছে তিনি সকল সংস্কৃতির, সকল মানুষের এবং এক তেজদীপ্ত আগামী প্রজন্মের।