বইয়ের ফ্ল্যাপের লেখা
অভূতপূর্ব সাহিত্যখ্যাতির সঙ্গে সঙ্গে শরৎচন্দ্রের জীবন ঘিরে তৈরি হয়েছিল নানা জনশ্রুতি, প্রবাদ ও অপপ্রচার। একথা ঠিক, শরৎচন্দ্রের জীবন বিপুল বৈচিত্র্যে আকীর্ণ। তাঁর প্রথম জীবনের অনেকটা সময় কেটেছে বেপরােয়া, উচ্ছঙ্খল, ছন্নছাড়া ও ভবঘুরে রূপে। ফলে তাঁর জীবন বেশ রহস্যময়। এই রহস্যের আবরণ সরিয়ে তার জীবন-ইতিহাসের সঠিক উপাদান সংগ্রহ করা রীতিমতাে কঠিন। শরৎচন্দ্রের জীবনী লিখতে বসে অনেকেই জনশ্রুতি ও কল্পিত কাহিনীকে সত্য বলে ধরে নিয়েছেন। এমনকী তাঁর ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়রা বহু ভুল তথ্য দিয়েছেন। ফলে শরৎচন্দ্রের একটি প্রামাণ্য ও তথ্যনিষ্ঠ জীবনীগ্রন্থের অভাব থেকেই গেছিল। এই গ্রন্থের লেখক দীর্ঘদিন পরিশ্রম করে, যথার্থ গবেষকের অনুসন্ধানী দৃষ্টি ও ভাবনায় রচনা করেছেন শরৎচন্দ্রের এই অনন্য জীবনী। নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, লােকশ্রুতি ও রহস্যের আবরণ সরিয়ে এই জীবনীগ্রন্থে উদ্ভাসিত হয়ে উঠেছেন সেই জীবনদরদী মহাপ্রাণ সাহিত্যস্রষ্টা বাংলা জীবনী-সাহিত্যের ধারায় এই বই অমূল্য সংযােজন।