চন্দ্রনাথ বসু “পালামৌ” সম্বন্ধে লিখিয়াছিলেন:
উপন্যাস না হইয়াও পালামৌ উৎকৃষ্ট উপন্যাসের ন্যায়মিষ্ট বোধ হয় । পালামৌর ন্যায় ভ্রমণকাহিনী বাংগালা সাহিত্যে আর নাই। আমি জানি উহার সকল কথাই প্রকৃত, কোন কথাই কল্পিত নয়। কিন্ত মিষ্টতা মনোহারিত্বে উহা সুরচিত উপন্যাসের লক্ষনাক্রান্ত ও সমতুল্য ।