`প্রিয় ভালোবাসা’
প্রিয় ভালোবাসা,’
সে ক্রন্দনরত অবুঝ বাচ্চা হাজারো বায়না তোমায় ঘিরে জিদ-রাগ সব তোমায় নিয়ে।’
প্রিয় ভালোবাসা,’
কিশোরের প্রেমপত্র, বাগানের ফুল টিফিনের জমানো টাকায় কেনা বই সবই ছিল তোমার জন্য।’
প্রিয় ভালোবাসা,’
কখনো-বা তোমার জন্য সে টগবগে যুবক তোমায় নিয়ে পাড়ি দেবে সাত সমুদ্র। হন্যে হয়ে খুঁজে চলা চাকরিটা তোমায় পাবার আশায়।’
প্রিয় ভালোবাসা,’
অভিমানে অন্ধকার নামা মুখে-কপালে চুমু,’
চাঁদনী রাতে হাতে হাত রেখে গান মিলনের মধুর সুর সে আজ সু-পুরুষ।’
প্রিয় ভালোবাসা!’
হারানোর ব্যথা ফেলে যাওয়া স্মৃতি, কবরে দেওয়া বেলিফুল’
বৃদ্ধের আকুতি, সবই তোমার নামে। ভালোবাসো, হাসাও, কাঁদাও, বাঁচার স্বপ্ন দেখাও, বিচ্ছেদে মৃত্যু কামনা—তা শুধুই তোমার জন্য।’
ভালো থেকো প্রিয় ভালোবাসা।।