একটা কাঁচা রাস্তা ধরে আমরা পাড়ে এসে দাড়িয়েছিলাম। এতো সুন্দর জায়গায় তো আগে কখনো আসিনি। ঘাটে একজন মাঝি ওয়ালা মামা ছিলেন, উনি হয়তো আমাদের তরী ম্যাডামকে চিনেন দেখেই বলে বসলো, ❝ম্যাডাম আপনি যে আসবেন আমি জানি। সেই সকাল থাইকা অপেক্ষা করতাছিলাম
মেডাম, আইজকা সার আহে নাই লগে? ❞
❝না মামা আসেনি। আর আপনাকে না বলেছি আমাকে মেডাম বলবেন না। আমাকে তরী বলে ডাকবেন।
এইযে! আপনার তরীটার মতোই আমি,জীবন সমুদ্রে ভাসি।