“নলিনী” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
আমার রচিত এক প্রেমময় মেঠোপথের নাম নলিনী। অনেকটা পথ। কিন্তু হাঁটতে হবে চোখ। দিয়ে। হাঁটতে হাঁটতে কিছুদূর গেলেই একটু বিষাদ। যুক্ত প্রেমময় ক্লান্তি আসবে চোখে। বটবৃক্ষ থাকবে, সেখানে চোখ কিছুটা বিশ্রাম নিবে, বার চলতে শুরু। করবে, আবার প্রেম আসবে।তারপর ছােট্ট একটা উঠোন আসবে! হঠাৎ পথ শেষ হয়ে যাবে! তবে এ পথের রেশ থেকে যাবে। নলিনী পুরুষের জন্য হবে, তার প্রেমময় নারী। চরিত্রের জন্য ভেবে রাখা অভিব্যক্তি। আর নারীর। জন্য হবে আয়না। যে আয়নার সামনে দাঁড়ালে। দেখবে পুরুষ নামক চরিত্রটি তাকে কত সুন্দর করে। বর্ণনা করতে পারে । ‘যা, দু পক্ষের হয়ে রচনা করেছি আমি ।