মা আমাদের জীবনের সবচাইতে মূল্যবান একজন মানুষ হলেও, আমরা সচরাচর মা’কে নিয়ে ভাবতে সময় পাইনা। রাস্তায় পড়ে থাকা নুড়ি পাথরকে যেভাবে অবহেলায় অনাদরে পাশ কাটিয়ে চলে যাই, মা’য়ের ভালোলাগা-মন্দলাগার বিষয়গুলোকেও সেভাবে অবহেলায় ফেলে রাখি। নীল শাড়ি – পেলে মা যে এক আকাশ সুখী হন; সেই দিকে আমাদের খেয়াল খুব অল্প।
ঠিক এমন ধরণেরই বাস্তবমুখী কিছু গল্প কাল্পনিক চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন তরুণ লেখক নাহিদ আহসান। মোট ১১ টি গল্পের সংকলনে মূল প্রাধান্য পেয়েছে – মায়ের গল্প এবং মায়ের নীল শাড়ি নামক দুটি গল্প। প্রশংসায় পঞ্চমুখ হতে বাদ পড়েনি বাকি গল্পগুলোও।
চমৎকার গল্পসংকলন এই – মায়ের নীল শাড়ি। ছড়িয়ে পড়ছে পাঠক থেকে পাঠকের দরজায়।