কুরআনের অনন্য দিক হচ্ছে, এর পাঠ একজন পাঠকের মনে এক ধরনের তন্ময়তা সৃষ্টি করে। তার হৃদয়-সমুদ্রে তোলে আবেগ-অনুভূতি আর ভাবালুতার ঝড়। পাঠের মিষ্টতার ছায়া ছড়িয়ে পড়ে অন্তরের প্রতিটি গলি-ঘুপচিতে।
একেকটি আয়াতের ছোঁয়া তার তনুমনে বুলিয়ে দেয় অন্য রকম শান্তির পরশ। এর প্রভাবেই যুগেযুগে বহু মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে নিজেকে সম্মানিত করেছে। এমনটা দুনিয়ার অন্য কোনো গ্রন্থে বিরল।