বিপদ আমাদের কাছে অনাকাঙ্ক্ষিত। বিপদকে আমরা ঘৃণা করি, অপছন্দ করি। কিন্তু এই বিপদই কখনো কখনো হয়ে আসে রহমত। হয়ে আসে নিয়ামাত। বিপদ যখন নিয়ামাত ১ আর ২ এ উঠে এসেছে বিপদ মুহূর্তে কিভাবে আচরণ করবেন, কিভাবে আল্লাহর মুখাপেক্ষী হবেন, কিভাবে বিপদ হতে পারে আপনার জন্য নিয়ামাত, কিভাবে বিপদের মাধ্যমে আল্লাহ আপনাকে পরিশুদ্ধ করেন, তাঁর কাছে টেনে নেন – এরকম বিভিন্ন হৃদয় প্রশান্তকারী কথামালা দিয়ে সাজানো বই দুটো। অশান্ত এই সময়ের ঘূর্ণিপাকে এই বই দুটোই হতে পারে আপনার হৃদয়কে প্রশান্তির বারিধারায় ভেজানো দুখণ্ড মেঘমালা