ড. ইয়াদ কুনাইবী সে সমস্ত বিশ্লেষকদের অন্তর্ভুক্ত, যারা আরব বসন্তের সময়ে ইসলামপন্থীদের আচরণ খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেছিলেন। তার এই সিরিজ তিনি শুরু করেন ২০১২ সালে। যে সময় মিসরের শাসনক্ষমতায় ছিল ইসলামপন্থী দল ইখওয়ানুল মুসলিমীন। তিনি তাদেরকে মূল উদ্দেশ্যে রেখে সংশোধনীমূলক একের পর এক বার্তা দিতে থাকেন এই সিরিজের মাধ্যমে। কিন্তু গণতন্ত্রের স্রোতে ভেসে যাওয়া উম্মাহ, দূরদর্শী চোখের এই সতর্কবার্তায় কর্ণপাত করেনি। তাই সে সময় সিরিজটি খুব একটা পরিচিতি পায়নি।br কিন্তু ১৩-তে যখন মুরসির পতন ঘটল, তারপর একে একে ইসলামপন্থীদের ভুলগুলো স্পষ্ট হতে লাগল তখন এই সিরিজটি প্রসিদ্ধি পেয়ে যায়। কয়েক বছর আগের ভিডিওগুলো যেন তখন জীবন্ত হতে থাকল, দিনে দিনে এর প্রাসঙ্গিকতা বাড়তে লাগল। এই ঘটনা নিশ্চয় সিরিজটির প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা কতটুকু তা বুঝতে সহায়তা করবে।br মোডারেট ইসলামের দৌরাত্ম্যে প্রতারিত আজকের যুবকশ্রেণিকে বইটি ইনশাআল্লাহ সঠিক পথ দেখাবে। ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন বুনতে থাকা প্রতিটি অন্তরকে প্রচলিত ভ্রান্তি থেকে রক্ষা করবে। এই বইয়ের উদ্দেশ্য হলো: ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হোক বা না-হোক, আমরা যেন আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করতে পারি, যে অবস্থায় আমাদের অন্তরে শরীয়াহর প্রতি বিন্দু পরিমাণের বিকৃত মনোভাব থাকবে না।