মহান আল্লাহ তায়ালা নবী রাসুল গনকে বিভিন্ন সময়ে বিভিন্ন দোয়া ও মুনাজাত শিক্ষা দিয়েছেন, যা কুরআনুল কারীমের রাব্বি ও রাব্বানা বিশিষ্ট মুনাজাত। এই রকমের ৮০ টি মুনাজাত উল্লেখ করা হয়েছে যা জানা ও কুরআনুল কারীমের ভাষায় তথা আল্লাহর শিখানো পদ্ধতির আলোকে মুনাজাত করতে বইটির গুরুত্ব অপরিসীম।