ছোট ছোট বেশ কয়েকটা গল্প লিখার কথা ছিল। শুরুতেই আমি একটা বড় গল্প লিখে ফেললাম। গল্প পড়ে নিজেরই মাথায় হাত। চেষ্টায় থাকলাম পরের গল্পগুলো ছোট করবো। হলো কি-না বুঝতে পারলাম না। পান্ডুলিপি তৈরি হয়ে যখন ফাইনাল রেডী হলো, আমার তখন মনে হলো, গল্প আরো বলার ছিল আমার। আরো অনেক লিখার ছিল। ইদানিং নিজের সমস্যা বুঝতে পারছি না। যেটা পরিকল্পনা করি শর্টকাট করবো, তাই দীর্ঘ হচ্ছে। আর দীর্ঘ পরিকল্পনার ব্যাপারগুলো মিটে যাচ্ছে নিমিষেই। লিখালিখির ক্ষেত্রে ব্যাপারটা অতি ব্যাপক আকারে প্রভাব ফেলছে। এর পেছনে কী কারণ, কে জানে? যাই হোক, পপকর্ন আপাতত প্রিন্টে যাচ্ছে। ছোট গল্পের দীর্ঘসূত্রিতা ঘাড় থেকে নামছে। ভালো লাগছে। শান্তি পাচ্ছি মনে মনে।