ফ্ল্যাপে লেখা কথা
হাসো বউ, তুমি খোয়াবেই হাইসা নেও, খোয়াব-ঘুম ছুইটা গেলে কি আর হাসতে পারবা! দেখো তোমার পিয়ারি মাইয়া আল্লা, রসূল, ফেরেস্তার সাথে এক হইয়া বরঙ্গো করতেছে। তোমার লীলাবতির লীলা তুমি দেখো বই!
আশরাফ পীরের চোখে ঢলঢল পানির ঝরণা। তবুও ঝরণার আদ্র গতির ভিতর আশরাফ পীর দুই হাত বাড়িয়ে মেয়েকে কোলে তুলে নেয়। যত্নে কাঁথা জড়িয়ে নিয়ে বাড়ির দক্ষিণমুখি দরজার বাইরে পা ফেলে অজানা গন্তব্যের সন্ধাণে। কোথায় যায় বাবা কন্যাকে বিসর্জন দিতে? সবার অলক্ষে কোন ভবিব্যের দিকে ঠেলে দেয় লীলাবতিকে।