এ বই সংকলিত হয়েছে এ দেশের প্রবীণ ও নবীণ-প্রাজ্ঞ মেধাবী বুদ্ধিজীবীদের লেখা একগুচ্ছ প্রবন্ধ। প্রবন্ধগুলোতে সেক্যুলারিজম,লিবারেলিজম, পুরালিজম প্রভৃতি বিষয়ের ব্যাপক ব্যাখ্যা ও ভাষ্য রচনা করা হয়েছে। নিরূপণ করার চেষ্টা করা হয়েছে মোহনীয় ও নিরাবেগ অনুসন্ধিৎসার স্বরূপ ও পথ। গভীর প্রজ্ঞা ও নিবিড় চিন্তার উপস্থাপনাকালী এ বইয়ের প্রতিটি প্রবন্ধ পাঠকের চেতনা জগতে সাড়া জাগাবে।