“তোমার জন্যে” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
বাংলাদেশের কাব্যসাহিত্যে শহীদ কাদরী বর্তমান সময়ে তাে বটেই, আগামী বহুকালাবধি এক প্রােজ্জ্বল বিগ্রহ হিসেবে দীপ্যমান থাকবেন। অথচ তিনি যে প্রচুর লিখেছেন, এমনও নয়। তা হলে কী সেই কারণ যার জন্য বিরলপ্রজ হয়েও অবিস্মরণীয় হয়ে ওঠা যায়? কারণ অন্য কিছু নয়, শুধুই তার প্রবল স্বাতন্ত্রিকতা। তিনি স্বতন্ত্র কথনভঙ্গিমায়, স্বতন্ত্র লক্ষ্য নির্বাচনে, স্বতন্ত্র ঋজুতায় ও শাবল্যে। অজস্র কবিকণ্ঠের ভিতরেও তার কণ্ঠ সহজে ও অনিবার্যভাবে শনাক্ত করে নেওয়া যায়।
অবিসংবাদিত নাগরিক ও আধুনিক কবি হিসেবে যার প্রতিষ্ঠা আমাদের কাব্যজগতে বিগত শতকের | অন্ত্য-ষাটের দশক থেকে, তার ভিন্নস্বাদী গােত্রের। কবিতামালা আসন পেতেছে বর্তমান সংকলনে। আত্মপ্রত্যয়ী সংযমী ও অনতিপ্রজ কবি শহীদ কাদরীর এ-যাবৎ প্রকাশিত কাব্যগ্রন্থাদি থেকে প্রেমের পঙক্তিমালা চয়ন করে এই সঞ্চয়ন নির্মিত হয়েছে।
শহীদ কাদরীর প্রেমের কবিতা কি ভিন্ন কোনাে কবি-আত্মার মুখােমুখি করে আমাদের? একক ব্যক্তিমানুষের অন্তর্লগ্ন হয়ে যেমন থাকে একাধিক জন, তেমনি একই কবির মুখচ্ছদে খেলা করে। হয়তাে-বা ভিতরে-রয়ে-যাওয়া বহু অন্তরাত্মা।
কবি শহীদ কাদরীকে বুঝে নেওয়ার জন্য তাই ‘তােমার জন্যে কাব্যের পাঠ জরুরি হয়ে দেখা দেয়।