মিডিয়ার পোস্টমর্টেম (গণমাধ্যম)

৳ 100.00

লেখক তুষার আবদুল্লাহ্
প্রকাশক শ্রাবণ প্রকাশনী
ভাষা বাংলা
দেশ বাংলাদেশ

ঘরোয়া গণমাধ্যম আত্ম অহমিকার দেয়াল তুলে দিয়েছে নিজের চারপাশে। সেই দেয়াল কাচের তৈরি। কাচ থাকলেও সেখানে নেই কোনো আয়না। যে আয়নায় পড়বে নিজের প্রতিবিম্ব। নিজেকে দেখার আয়না নেই বলেই গণমাধ্যমে আত্মসমালোচনা নিষিদ্ধ। জগতের সকলের বিরুদ্ধে কলম-ক্যামেরা তাক করা চলবে কিন্তু একই ঘটনা যে নিজেদের অন্দরেও ঘটে চলেছে, তা নিয়ে আওয়াজ তোলা বারণ। কিন্তু বারণ হলে কী হবে, অনিয়মের দীর্ঘশ্বাসের বাষ্প জমে কাচের দেয়ালে। বিচূর্ণ হয় অহমিকা। তারপরও একের পর এক কাচের দেয়াল উঠে। মাঝে মাঝে সেই দেয়ালেও প্রতিবিম্ব’র ছায়া পড়ে। ‘মিডিয়ার পোস্টমর্টেম’কে সেই ছায়ার প্রচ্ছায়া বলা যেতে পারে।

Tushar Abdullah
অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে পথে নামা দশম শ্রেণীতে পড়তেই। সাংবাদিকতা তো অ্যাডভেঞ্চারই, তাই না? প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। ভেসে থাকা মিথ্যে থেকে আড়ালের সত্য বের করে নিয়ে আসতে হয়। এই রহস্য অভিযান চলছে পচিশ বছর। পত্রিকায় আট বছর কাটিয়ে টেলিভিশনে কাজ শুরু ১৯৯৯-তে। একুশে টেলিভিশনের মাধ্যমে টেলিভিশন সাংবাদিকতা শুরু। তারপর এটিএন বাংলা, আরটিভি, সিএসবি নিউজ, দেশ টেলিভিশন, যমুনা টেলিভিশন হয়ে সময় টেলিভিশন। নিজের আনন্দের জায়গা এখনো লেখালেখিতেই। ছোটদের নিয়েই প্রথম বই তোমাদের প্ৰিয়জন । তারপর লেখা হয়েছে- বাংলাদেশের পথে পথে, গাছ বন্ধু, ফুল বন্ধু, চল যাই নদীর দেশে, ভূত অদ্ভুত, চল বড় হই, তোমরা সুন্দর হও, ১৯৭১ গল্প নয়। সত্যি, গল্প বড় টেলিভিশন। শিশু-কিশোরদের আন্দোলন "কৈশোর তারুণ্যের বই নিয়ে এখনকার ছুটে চলা। এছাড়া নাটক, সিনেমার পাণ্ডুলিপি লেখা হচ্ছে। চলছে। নিয়মিত কলাম লেখা এবং সময় সংলাপ নামে একটি অনুষ্ঠানের সঞ্চালনা।


লেখক সম্পর্কে বিস্তারিত পড়ুন →
বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ

প্রকাশকের অন্য বইসমূহ