মা‘আন্নাস জনতার মাঝে আলী তানতাবী রাহ. বর্তমান সমাজের সবচেয়ে জটিল ও কঠিন সমস্যা হচ্ছে বৈবাহিক সম্বন্ধ। উম্মাহর সামাজিক জীবনে এর জটিলতা প্রকটভাবে প্রকাশ পাচ্ছে। শায়খ আলী তানতাবী রাহ. এর সাবলীল এ আলোচনা থেকে স্বামী -স্ত্রী বেশ উপকৃত হবে এবং যে- সমস্ত যুবক-যুবতী এখনও বিয়ে করেনি, তারা বিয়েতে আগ্রহী হবে।