“সাঁঝবেলা” বইটির সম্পর্কে কিছু কথা:
রিকশায় বসে অনু চুপ হয়ে আছে। রাত দশটা প্রায় বাজে। পুরাে গ্রাম যেন ঘুমিয়ে পড়েছে। দূরে দু’একটা আলাে জ্বলছে টিম টিম করে। জোনাকি পােকারা থেকে থেকে উঁকি মেরে যেন অনু আর শাফিনকে দেখছে।। রুপালি আলাের ঢল নেমেছে। দেখে মনে হচ্ছে আকাশ থেকে রুপা গলে গলে পড়ছে। হেমন্তের শেষের দিকের এই সময়টাতে হিম। হিম বাতাস বইতে থাকে। অনু একটু একটু কাঁপছে। এটা শীতের কাপন না।।
অনু স্বপ্নাবিষ্ট হয়ে আছে। একটা মিশ্র ঘােরের জগতে সে ডুবে আছে। পাশে বসা মানুষটার প্রতি প্রচণ্ড মুগ্ধতায় আচ্ছন্ন হয়ে আছে সে। এই প্রথম সে অনুভব করল, এই আচ্ছন্নতা থেকে তার রেহাই নেই।। প্রয়ােজনে মানুষটার জন্য সে মরবে। না মরে ‘ কি উপায় আছে তার? এই অদ্ভুত রহস্যে ঘেরা প্রকৃতি, এই মায়া, এই আচ্ছন্নতা নিয়ে। সে কীভাবে একলা বসে থাকবে?