“মেঘবালিকার মন ভালো নেই” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
তােমার তাই মনে হয়! আমার কিন্তু মনে হয় আর কিছুদিন পরই তুমি বিশ্বের শতকোটিপতিদের ক্লাবে নাম লেখাবে। তারপর বিল গেটস, ওয়ারেন বাফেটদের সাথে বসে তুমি কফি পান করবে, আর আমি তােমার পাশে বসে সুখী সুখী মুখ করে মিনি স্কার্ট পরে কফি হাতে বসে থাকব।। অহনার ছােটখাটো রসিকতায় সজীব ভীষণ মজা পায়। কথাটা শুনে সজীব কিছুক্ষণ হাে। হাে করে হাসল। তারপর বলল ডার্লিং! এত টেনশন নিও না। শতকোটিপতিদের ক্লাবে এ জীবনেও আমার নাম লেখানাে হবে না। আর তােমাকেও মিনি স্কার্ট পরে বসে থাকতে হবে না। অহনা হাসল। জানালা দিয়ে বাতাসের ঝাপটা এসে ওদের ওপর পড়ছে। আবারও মনে হয় বৃষ্টি নামবে। সজীবের গা থেকে অদ্ভুত সুন্দর একটা গন্ধ আসছে। অহনা সজীবের দিকে। আড়চোখে তাকাল। মাঝে মাঝে সজীবকে ওর অসম্ভব সুপুরুষ লাগে, তাকিয়ে তাকিয়ে ওকে শুধু দেখতে ইচ্ছা করে। আজও সেরকম লাগছে। নতুন আর অচেনা এক অনুভূতিতে অহনার মনটা হঠাৎ ভরে গেল।