ঠিক করে বলুন, কে আপনি?
আমি কে সেটা জানা কি খুবই জরুরী? অবশ্যই জরুরী, আপনি রাতের অন্ধকারে আমার ঘরে প্রবেশ করছেন। আমার সাথে সঙ্গম করছেন, আর আমি জানব না আপনি কে ? আশ্চৰ্য্য।
হ্যাঁ, তাতাে অবশ্যই জানবে।
তাহলে বলুন।
সে তার গলাটাকে প্রচন্ড রকম গম্ভীর করে বলল, আমি ভিন গ্রহের প্রাণী।
মিতু অবিশ্বাসের স্বরে বলল, এলিয়েন! এলিয়েন বলে কিনা জানিনা, তবে আমি এই পৃথিবীর কেউ না।
পৃথিবী থেকে অনেক দুরের একটা গ্রহ থেকে এসেছি ।
আপনার সাথে আর কে কে এসেছে ? কেউ না, আমি একাই এসেছি। আমার আর কোন সঙ্গী নেই।
কোটি কোটি বছর আমি নিঃসঙ্গ ভাবে বেঁচে আছি । মিতু একটু ব্যঙ্গ করে বলল, তাে এলিয়েন সাহেব, আপনি পৃথিবীতে কেন এসেছেন, আর আমার কাছেই বা কি চান আপনি? সে সহজ গলায় বলল, আমি আমার বংশ বৃদ্ধি করতে চাই। মানে কি !
মানে খুব সহজ। আমি তােমার মাধ্যমে পৃথিবীতে আমার বংশ বৃদ্ধি করতে চাই। আমার বাচ্চারাও পৃথিবীতে মানুষের সাথে বসবাস করবে। তােমার গর্ভে যে বাচ্চা দুটো রয়েছে তা আমার সন্তান। মিতু তার কথা শুনে আৎকে উঠল । কি ভয়ংকর কথা,। পেটের মধ্যে এলিয়েনের বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে সে !