“আবছায়াঃ বইটির ফ্ল্যাপের কথাঃ
অনিমা অনেকক্ষণ পাগলের মতাে এ-গলি থেকে ও-গলিতে ঘুরে বেড়াল। অনিমা আশ্চর্য হয়ে লক্ষ করল, যতক্ষণ সে বাইরে বাইরে ঘুরেছে ততক্ষণ তার মনটা আশ্চর্য প্রশান্তিতে ভরে ছিল। তার সমস্ত দুঃখবােধ ঐ সময়টাতে কোথায় যেন পালিয়ে ছিল। অনিমা মনে মনে সিদ্ধান্ত নিল, এখন থেকে ঘরে বসে আর সে তার আত্মার পচনটাকে গতিশীল করবে না বরং সে বাইরের পৃথিবী থেকে কিছু খােরাক জোগাবে তার আত্মার শান্তির জন্য। বাড়ি ফিরতে ইচ্ছা করে না তার, তবুও তাকে ফিরতে হয়। অনিমা বাড়ির মেইন গেটে প্রবেশ করে রাত ৮টায়। ততক্ষণে পাভেল সিড়ি ভেঙে পাচ তলায় উঠে দরজার সামনে দাঁড়ায়। দরজায় তালা দেখে সে অবাক হয়। কয়েক মুহূর্ত ভাবে। অনিমা কি রাগ করে তাকে ফেলে কোথাও চলে গেল? নইলে সে তাে পাভেলকে ফোনে অন্ততপক্ষে জানাবে, কোথায় গিয়েছে।।