কিছু বাস্তবতা এমনও হয়ে থাকে যা দুনিয়ায় ঘটে, তবে মন ও বিবেক তা মেনে নিতে চায় না। জাগ্রত অবস্থায় চোখ মেলে চেয়ে দেখার পরও বিশ্বাস করতে মন-মগজ কেউ সাড়া দেয়না। তবুও দুনিয়ার বিজ্ঞানী ও গবেষকদের অভিমত এবং দৃঢ বিশ্বাস এগুলো ঘটেছ, কিন্তু েএই আধুনিক কালে এসেও মানুষের বিবেক এখনও মানা- না মানা নিয়ে দোদুল্যমানতায় ভুগছে। এমনই বেশ কিছু ঘটনাকে উপস্থাপন করেছেন খ্যাতনামা উর্দু সাহিত্যিক মাওলানা মুহাম্মাদ তাহের নাক্কাশ সাহেব অবিশ্বাস্য সত্য বইটিতে।