“উত্তরাধিকার” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
বরাবরই বিরলপ্রজ লেখক শহীদ কাদরী, তার ওপর দীর্ঘকাল যাবৎ রয়েছে স্বদেশ থেকে দূরে স্বেচ্ছা-নির্বাসন। বাংলা কবিতার অতি সাম্প্রতিক সৃষ্টি প্রাচুর্যের ভিড়ে তাকে কেউ খুঁজে পাবেন না। অথচ সাতচল্লিশ-উত্তর কবিতাধারায় আধুনিক মনন ও জীবনবােধ সঞ্চারিত করে কবিতার রূপবদলের যাঁরা ছিলেন কারিগর, শহীদ কাদরী তাদের অন্যতম প্রধান। তাঁর কবিতা আমাদের নিয়ে যায় সম্পূর্ণ আলাদা এক জগতে, ঝলমলে বিশ্ব-নাগরিকতা বােধ ও গভীর স্বদেশিকতার মিশেলে শব্দ, উপমা, উৎপেক্ষার অভিনবত্বে তিনি যেন বিদ্যুচ্চমকের মতাে এক ঝলকে সত্য উদ্ভাসন করে পর মুহূর্তে মিলিয়ে গেলেন দূর দিগন্তের নিভত নির্জনতার কোলে।