প্রশ্নবােধক চিহ্ন ছিল কৈশােরেই। রাষ্ট্রভাষা বাংলার জন্য রাজপথে কি শুধু ছাত্রীরাই। নেমে এসেছিলেন, রক্ষণশীল সমাজ ডিঙিয়ে মেয়েরা প্রকাশ্য প্রতিবাদে যােগ দিতে পারে নি? পাঠ্যবইয়ে ভাষা সৈনিক বা সংগ্রামী বলে যাদের সঙ্গে পরিচয়, সেখানে কোনাে নারীর নাম ছিলনা। পরিবারে, সমাজে, শহীদ দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে, গণমাধ্যমে উচ্চারিত হয়নি। কোনাে ভাষাকন্যার নাম। কৈশাের না। পেরােতেই হঠাৎ একজন ভাষাকন্যার সঙ্গে পরিচয়। প্রথম জানা হলাে রাজপথে। ছাত্রীরা নেমেছিলেন। প্রতিবাদ করেছিলেন। উর্দুকে রাষ্ট্রভাষা ঘােষণার দাবির বিরুদ্ধে। তারা ভেঙেছিলেন ১৪৪ ধারা। ঐ এক ভাষাকন্যাকে অবলম্বন করে এগিয়ে যাওয়া। পরিচয় হয়, আবিষ্কৃত হয় শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে নয়, টেকনাফ থেকে তেঁতুলিয়া মিছিলে সড়ক। ও বিদ্যায়তন কাঁপিয়েছেন ভাষাকন্যারা। কোনাে কোনাে শহরে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তাঁরা। এই ভাষাকন্যারা। তাদের কাজের স্বীকৃতির দাবি নিয়ে পরিবারের কাছে, সমাজের কাছে, রাষ্ট্রের কাছে গিয়ে দাঁড়াননি। তারা ভেবেছেন। সময়ের প্রয়ােজনে নিজের দায়িত্বটুকু পালন করেছেন মাত্র। আর আমাদের দায়। তাদেরকে উত্তরসূরিদের কাছে পরিচয়। করিয়ে দেয়া। তাই ১৯৯৬ থেকে তাঁদের। খোঁজে।