“ঘুঘুর ভাই ফান” বইয়ের ফ্ল্যাপের লেখা:
সরকার হালিম কথাচিত্রী। কথা ও সংলাপের সহজাত ভঙ্গিকে তিনি সহজইে গদ্যে রূপ দিতে পারেন। ভাষার সরলতা তাঁর গদ্যের সবচেয়ে বড়ো গুণ। ভাষা ও চরিত্রের নিরীক্ষিপ্রিয়তা তাঁকে স্বতন্ত্র করে তোলে। ঘুঘুর ভাই ফান উপন্যাসের কাহিনির আধার লোকপ্রিয় জনজীবন। দুই ভাইয়ের কাহিনিকে আশ্রয় করে উঠে এসেছে গ্রামীণ জীবনের সাবলীল চিত্র। মোড়ল শ্রেণির শোষণের প্রতিচিত্র অঙ্কন করতে গিয়ে তিনি তুলে এনেছেন যাপিত জীবনের কঠিন দিকগুলোকে। চাতুর্যপূর্ণ ভাষা দক্ষতায় সামলেছেন চরিত্রগুলোর গতিরূপ ও জীবনের রূপায়ণকে।
ঔপন্যাসিক, গদ্যের সাবলীল ভঙ্গি তাঁর লেখার প্রধান গুণ। কাহিনির বুনন ও শিল্পের নিরীক্ষাপ্রিয়তা তাঁর লেখায় আনে প্রাণের জোয়ারÑ দীক্ষিত পাঠক মাত্র খুঁজে পাবেন সহজ-সরল গল্পের ভেতর জীবনের চাওয়া পাওয়ার নানাবিধ টানাপড়েনের আখ্যান। দীক্ষিত পাঠকের গ্রহণ যোগ্যতায় তাঁর লেখার পাঠকপ্রিয়তার সমান্তরালে গদ্য হয়ে উঠেছে পরিণত, নান্দনিক ও শৈল্পিক।