“বিশ্ববিদ্যালয়ের সাত বছর” বইয়ের ফ্ল্যাপের লেখা:
জীবনের প্রতিটি ধাপকে গুরুত্ব দেবার চেষ্টা সবারই থাকে। শিক্ষা জীবনের সবচেয়ে পূর্ণ ধাপ বিশ্ববিদ্যালয় পর্যায়। রাষ্ট্র ও বৈশ্বিক শিল্প-জ্ঞান-রাজনীতি-অর্থনীতিসহ সব উপাদানের সংস্পর্শে আসার এক সুবর্ণ সুযোগকে জীবনের স্বর্ণধাপ হিসেবেও অনেকে চিহ্নিত করে আসছেন। বিশ্ববিদ্যালয়ের সাত বছর’ বৃহৎ ক্যানভাসে চিত্রিত এক শিল্প দলিল। বাংলাদশের মুক্তিযুদ্ধ পরবর্তী নানাবিধ ভাঙনের বিপরীতে ভূখন্ডের মধ্যবিত্ত সম্প্রদায় কিভাবে তার অবস্থান ও আবেগকে পরিণত রূপ প্রদান করছে তার সুষ্পষ্ট কথামালা এ উপন্যাস। প্রেম-বিচ্ছেদ-বিয়ে ও শিক্ষা জীবনের নানাবিধ যোগসূত্রের সুষম সমন্বয় এ গ্রন্থ পাঠে দীক্ষিত পাঠককে স্বাগতম।