গান্ধর্ব মতে প্রজাপতির যে নিবন্ধ তাতে দুষ্মন্ত ও শকুন্তলার পরিণয় পাঠকের হৃদয়কে উদ্বেলিত করে। মানুষ সবসময় সহজের পক্ষে, সরলের পক্ষে। ভাষিক জটিলতা অতিক্রম করতে কখনো কখনো লেগে যায় এক জীবন, জীবনের ভেতরে জীবনের বারবার পুনর্জন্মের যে স্পর্শ প্রেমে ভালোবাসা শ্রদ্ধা ও মায়ায় তাকে চেনাজানা চোখ স্মৃতিতে রাখতে চায়। স্মরণে রাখতে চায় প্রেমের চোখ ও চৌদিকে থাকা পারিপার্শ। বিদ্যুত বসুর কবিতায় জটিলতা খুঁজতে গেলে হোঁচট খেয়ে পরার সম্ভাবনা শতভাগ, যদি জীবনানুভ‚তি খুঁজতে চান তাহলে পেতে পারেন আত্মপ্রতিকৃতি কিংবা প্রতিপক্ষ। ভালোবাসা না ভালোবাসায় পাঠে আপনাকে সাদর আমন্ত্রণ।
-রাহেল রাজিব