মিলি বারান্দায় বসে ভাবছে আর ঢাকায় থাকবে না। যে শহরে অলক নেই সে শহর নিষ্প্রাণ। নিষ্প্রাণ শহর মিলির ভালাে লাগে না। আজ বসে হিসেব করছে। এ নতুন শহর তাকে কী দিলাে। কিছুই দেয়নি। কেড়ে নিয়েছে অনেক কিছু। এসেছিলাে নাটক করবে বলে। নাটক হয়নি। শরৎ ওকে শুধু ঘুরিয়েছে। সব ক্ষোভ এখন শরতের ওপর জমা হয়েছে। শরৎ ওর সব আশা-আকাঙ্ক্ষা মিছে করে দিয়েছে। শরৎকে। মিলি দেখে নেবে- তাই ভাবছে। এই দুটি বছর তার জীবনের গতিপথ ঘুরিয়ে দিয়েছে কোনাে এক অপ্রত্যাশিত বাঁকে।