গল্পের ভেতর দিয়ে গল্প-ই বলতে চান সঞ্জয় সরকার। ফলে, এ গল্পগুলােতে ভাষা কিংবা বয়ানের কেরদানির বদলে গল্প-ই পাওয়া যাবে। প্রায় ব্যক্তিগত স্বরে, সরল ঢঙে, তিনি বলে যাবেন মানুষ, মানুষের সংসার এবং প্রকৃতির মধ্যকার শক্ত ও আলগা সুতোসমূহের গল্প। বিবিধ জনের সাথে গাঁগঞ্জ, শহর তথা জনপদও হাজির হবে তাদের নিজস্ব গল্প নিয়ে। সে গল্প সবসময় আশার নয়, যেমন সংসারও নয়। তবু সংসারের সমূহ মায়া ও মােহের টানে ঘরে ফিরবার যন্ত্রণা নিয়ে ফিরে আসা ‘সংসারে সন্ন্যাসী লােকটার মতন আমাদেরও ফিরে আসতে হয়, জুড়ে থাকতে হয়। সর্বোপরি বেঁচে থাকতে হয়। সঞ্জয় সরকার সে-ই জুড়ে থাকবার গল্পই করেছেন।