কাহিনী সংক্ষেপ: মেয়েটির নামের অর্থ ঝকঝকে মুক্তো। মেয়েটির স্বভাবও মুক্তোর মতো। যেখানেই যায় এক অদ্ভুত শুভ্রতা ছড়িয়ে পড়ে। সেই শুভ্রতায় আশপাশ উজ্জ্বল আর স্নিগ্ধ হয়ে উঠে। এই মেয়েটির জীবন ঘিরে কতগুলো অদ্ভুত সম্পর্কের ভাঙাগড়ার খেলা। আরো কিছু মানুষ, আরো কিছু ভাবনা, আরো কিছু অনুভূতির জমজমাট বিচরণ আর বিস্তৃতি। সেই বিস্তৃতিতে হাসি-কান্না আর মিষ্টি-তেতোর ভীষণ উঠাপড়া। অনুভবের ভিন্নতায়, ঘটনার বিচিত্রতায় মেয়েটি ও তাকে ঘুরে থাকা মানুষগুলোর জীবন বিভিন্নভাবে বদলে যায়। সেই বদলে যাওয়া জীবনটাকে মেয়েটা কি করে সামলায়? সেই মানুষগুলো তখন কি করে? ঝকঝকে মুক্তোর শুভ্রতা তখন কতটা তাঁর মোহময়তা ধরে রাখতে পারে? ভালোবাসা আর ইচ্ছে-অনিচ্ছের শক্ত ধাঁধায় মেয়েটা কি শেষ পর্যন্ত সুখটাকে খুঁজে পাবে? সুখ নাকি হাতের কাছেই! শুধু হাত পাতার সময়টা ঠিকঠাক হতে হয়। সেই হাতের কাছের সুখটা মেয়েটার হাতে শেষমেষ আসবে তো? ঝকঝকে মুক্তো তাঁর শুভ্রতা নিয়ে শেষ অবধি টিকে থাকতে পারবে তো?