বইটির প্রথম ফ্লাপের কিছু কথাঃ
প্রার্থনার মতাে প্রেম। যত সে গভীর হয়, জীবন ততই অলৌকিক আনন্দে ভরে ওঠে। অথচ ইট-পাথরের এই শহরে মানুষ সত্যিকার প্রেম থেকে বঞ্চিত, প্রার্থনার সুখ থেকে বঞ্চিত। প্রেমহীন নিঃসঙ্গ জীবনে প্রতিটি মানুষ নিজেরই আয়নায় হয়ে ওঠে আগন্তুক। প্রেমহীন শহরের বুক কাঠফাটা রােদুরে খা খা করে এখানে প্রেমের বৃষ্টি নেই, এখানে ফোটে না বিশুদ্ধ ফুল, ছড়ায় না সৌরভ।
প্রেমহীন, প্রেরণাহীন এই শহর মানুষকে করেছে বিচ্ছিন্ন, একা। বিশ্বাসঘাতকতা আর বহুগামিতা কাউকে-কাউকে ঠেলে দিচ্ছে মৃত্যুর অন্ধকারে। বিজ্ঞাপনে ঢেকে যাচ্ছে প্রিয় শহর আর নিঃসঙ্গতায় ডুবে যাচ্ছে প্রিয়তম মানুষ। মানুষের অসাবধানতায় এই শহরে প্রতিনিয়ত পুড়ে যাচ্ছে স্বপ্নের বাড়িঘর, অগণিত মানুষের ভাগ্য। নিঃসঙ্গতার অদৃশ্য অনলে পুড়ে যাচ্ছে নিভৃতচারী প্রেমিকসত্তা। এই দহনের নির্বাপণ হতে পারে কেবলই প্রেমে, প্রার্থনার মতাে একাগ্রতায়।
আমার এই কাব্য সেইসব নিঃসঙ্গ হৃদয়ের কাব্যপ্রেমহীন এই শহরে যারা একেকজন উনূল আগন্তুক।।