হযরত ফাতেমা (রা) নবীজীর (স) অতি আদরের কন্যা। নারীদের জন্য জান্নাতের সর্দার । ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী (রা) এর স্ত্রী।নবীজীর (স) আদরের নাতী ও যুবকদের জন্য জান্নাতের সর্দার হযরত হাসান ও হোসাইন ( রা) এর মা। উত্তম ও অনুপম আদর্শের জন্য হযরত ফাতেমা (রা) ছিলেন অতুলনীয়। তাই আমাদের সমাজের মা বোন ও স্ত্রীর জন্য বিশেষ অনুরোধ বইটি পড়েন ও উক্ত আদর্শ মতো চলার চেষ্টা করেন । তবেই দুনিয়া ও আখেরাতের শান্তি বিরাজ করবে । ইনশাআল্লাহ