নতুন প্রজন্মের কাছে এখন সময়ের খুব অভাব। তারা এখন মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ, প্যাড, ট্যাব ইত্যাদি নিয়েই ব্যস্ত। তাই আমাদের ছেলেবেলার ছড়া-কবিতারা ভালো নেই। সেগুলো নতুন প্রজন্মের কণ্ঠে স্থান পাচ্ছে না। ওরা এখন থ্রিজি- ফোরজি এমনকি ফাইভজি প্রযুক্তিতে নতুন নতুন গেমস, কার্টুনে বিভোর। ছড়া-কবিতা পড়ার সময় কি আছে তাদের? ওদের প্রাণের চিরসতেজতার জায়গাগুলো তাই বিপন্ন হয়ে পড়ছে। তবু প্রত্যাশা তো থাকবেই আমাদের- ছেলেবেলার ছড়া-কবিতারা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মুখে-ঠোঁটে আবর্তিত হোক প্রাণ জাগানিয়া ছন্দে।