“হে সুন্দর হে বিষন্নতা (পুরস্কারপ্রাপ্ত লেখকদের বই)” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
প্রতিহিংসাপরায়ণ অবিনাশী প্রেম, যৌনতার ফাদ- এগুলােই তুষারকন্যা জাপানের নােবেল বিজয়ী ইয়াসুনারি কাওয়াবাতার হে সুন্দর হে বিষন্নতার মূল প্রতিপাদ্য বিষয়। বিস্ময়কর জাদুকরী লেখনীর গুনে পাঠককে সম্মােহিত হয়ে যেতে হয়। উপন্যাসের মূল বিষয় এক বিবাহিত লেখক এবং এক অষ্টাদশী বালিকার বিধ্বংসি প্রেম, যে প্রেম তাড়া করে ফিরছে। বিশ বছর- যে প্রেমের তিক্ততা দুর্বিসহ করে। দেয় তাদের চারপাশের প্রতিটি মানুষের জীবন।
বৃদ্ধ ওকি টোশিও এবং নিঃসঙ্গ চিত্রশিল্পি অটোকো ওনাের আবেগঘন পুণর্মিলন ধিরে ধিরে রূপ নেয় ধারাবাহিক অবৈধ প্রণয়ে। কেইকো, অটোকোর রক্ষিতা এবং প্রণয়িনী, বৃদ্ধার অতীত অপমানের প্রতিশােধ নিতে দৃঢ় প্রতিজ্ঞ। এর জন্যে সে তার রূপ যৌবন বিকিয়ে দিতেও পিছ পা হয় না। কোমলতা, হিংস্রতা, প্রতিহিংসা সব মিলিয়ে কাওয়াবাতার হে সুন্দর হে বিষণ্ণতা পাঠককে নতুন দৃষ্টিতে ভাবতে বাধ্য করে।