‘হাত বাড়িয়ে দাও’ বইয়ের ফ্ল্যাপের কথাঃ
একজন নারী, যার শরীরে প্রথম প্ৰাণের স্পন্দন ঘটে, সেই নারী নতুন শিশুর আগমনী বার্তা শুনেছেন। সজাগ ব্যক্তি হিসেবে তিনি নিজের দায়িত্ব নিয়ে দ্বিধান্বিত। ক্ষুধা, দারিদ্র্য, অপমান, বঞ্চনা, কপটতাপূর্ণ এ পৃথিবীতে একজন নতুন মানুষ নিয়ে আসা কী ঠিক? মানুষের জন্মের প্রক্রিয়াও এক সংগ্রামের মতো। তাকে অনেক প্রতিকূলতা পেরুতে হয়। এই দ্বিধার ক্ষেত্র সৃষ্টি করেছে এই পৃথিবী। এই ক্ষেত্র সৃষ্টি হয়েছে পুরনো মানুষের সৃষ্ট নিয়মবিধি সম্বলিত ব্যবস্থাবলিতে। এ সমস্যা শুধুমাত্র একজন নারীর নয়, সার্বজনীন।